হাতে গোনা ১৫/২০ জন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী। হাতের প্লাকার্ড,ব্যানার। সংখ্যায় অল্প কজন হলে কালীগঞ্জের ঐতিহ্য শতবর্ষী জীবন্ত কড়াই গাছ গুলো রেখে দুই পাশ দিয়ে ৬ লেন রাস্তা নির্মানের দাবিতে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইস্ট হাঙ্গারের সদস্যরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তারা দাবি করেছে ঝুকিপুর্ণ, মরা গাছ গুলো কেটে জীবন্ত সজিব গাছ গুলো রাখা হোক। এই গুলো খুলনা বিভাগের ঐতিহ্য। তবে কারো কারো ভিন্ন মত থাকতেই পারে। আমি যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের একই দাবির সাথে সমর্থন প্রকাশ করছি।.
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: